Menu
Categories
রেজিস্ট্রেশন করুন জলদি, প্রতিটা শিক্ষার্থীই পাবে ল্যাপটপ
April 25, 2015 ইন্টারনেট

বন্ধুরা প্রথমেই বাংলার প্রজুক্তির পক্ষ থেকে আপনাদের জোন্য রইলো অভিনন্দোন। আসা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য ছোট্ট কিন্তু বেশ কাজের একটা জিনিস নিয়ে লিখছি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং EXIM Bank এর সহায়তায় ‘One Student One Laptop’ নামের একটি প্রোজেক্টে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রতিটা শিক্ষার্থী পাবে ল্যাপটপ, এমন তথ্যই দিচ্ছে ওয়েবসাইট।
রেজিস্ট্রেশন করার পরে আপনি আপনার ফোনে এসএমএস পাবেন। ল্যাপটপ বিতরণী অনুষ্ঠান হবে ৩০ এপ্রিল ২০১৫ বিকাল ৩ টা , ঢাকার বি সি সি অডিটরিয়ামে।

রেজিস্ট্রেশন করতে ক্লিকঃ http://onelaptopbd.net/home

শেষ কথা

আমার লেখার মধ্যে যদি কোন ভুল বা সমস্যা থাকে তাহলে কমেন্ট করে যানান। আপনি ইচ্ছে করলে বাংলার প্রজুক্তিতে পোস্ট লিখতে পারবেন। বাংলার প্রজুক্তির সদস্য হতে আমার সাথে যোগাজোগ করুন। আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের পোস্ট লিখতে উৎসাহিত করবে। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি।

সবাই ভালো থাকবেন সোময় পেলে আমার সাইটে ঘুরতে আসার নিমন্ত্রন জানিয়ে শেস করছি।@বাংলার প্রজুক্তি (দীপজ্যোতি বিশ্বাস)

Comments
© 2017 Banglarprojukti
*